সিলেটে ক্লুলেস হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

No Image Available
  • আপডেট টাইম : February 07 2025, 07:52
  • 62 বার পঠিত
সিলেটে ক্লুলেস হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটে একটি ক্লুলেস হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গত ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে একটি পিকআপ ও একটি সিএনজি অটোরিকশার ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে সিলেট মাহনগরীর অনন্তপুর, কুমারগাঁও ও ইনাতাবাদ এলাকার ৫০/৬০ ব্যক্তি তেমুখি পয়েন্টে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষের একপর্যায়ে তেমুখি পয়েন্টে অটোরিকশার জন্য অপেক্ষারত রুমি রানী দেব নামের এক নারী ইট-পাটকেলের আঘাতে গুরুতর আহত হন। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় তার ভাই টিপু পাল বাদি হয়ে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসির একটি আভিযানিক দল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইনাতাবাদ এলাকায় অভিযান চালিয়ে জালালাবাদ থানায় দায়েরকৃত মামলার পলাতক আসামি হাফিজুলকে (২৭, পিতা হাছন আলী, ইনাতাবাদ, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপির জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর