নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে ‘সিরাতুল মুসতাকিম কনফারেন্স’ হচ্ছে না।
আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার এই সম্মেলনের উদ্যোগ নিয়েছিলো। তবে আত-তাক্বওয়া মাসজিদ প্রাঙ্গণে তা অনুষ্ঠিত হবে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টারে আহুত এক সংবাদ সম্মেলনে আত-তাক্বওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টারের মোতাওয়াল্লি আব্দুছ ছবুর চৌধুরী তথ্য জানান।
তিনি জানান, ‘উলামা পরিষদ’ নামের একটি সংগঠনের বাধার মুখে সম্মেলনের স্থান পরিবর্তন করা হয়েছে।
দুদিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের স্কলাররা আলোচনা করবেন বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আব্দুছ ছবুর চৌধুরী ও মাসজিদ কমিটির সেক্রেটারি কালাম আহমদ চৌধুরী।