‘জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ’ স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি জনপদে পাঠাগার প্রতিষ্ঠায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে নিরলস প্রচেষ্টারত সংগঠন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সিলেট জেলা শাখা গঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার রাত ৯টায় অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটি সিলেট জেলা শাখা গঠনের ঘোষণা দেয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো ইমাম হোসেইন। সাংগঠনিক সম্পাদক রত্নদীপ দাস রাজুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ পাঠাগার, সিলেটের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, বীরেন্দ্রস্মৃতি পাঠাগার, সিলেটের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সংগঠক বিমান তালুকদার, গোয়াইনঘাট পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সাংবাদিক আহমেদ মোস্তাকিন ও নকশীবাংলা ইন্টারন্যাশনাল পাবলিক লাইব্রেরির সভাপতি সাংবাদিক সালেহ আহমেদ হোসাইন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সভায় আলোচনা ও মতামতের ভিত্তিতে সিলেট জেলা শাখার প্রাথমিক পর্যায়ে কার্যকরী পরিষদের তিনটি পদে নাম ঘোষণা করেন। এই তিনজন হলেন, সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক বিমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক আহমেদ মোস্তাকিন।
তিনি জানান, পরবর্তী সময়ে অন্যান্য পদ পূরণ করে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হবে।-সংবাদ বিজ্ঞপ্তি