সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সেবা) মাসুদ রানা বলেছেন, নিশ্চয়ই রাসুল (স) জীবনে রয়েছে মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ। মানবতার মুক্তির দিশারী, রাহমাতুল্লিল আল আমিন হযরত মোহাম্মদের (স) জীবন দর্শন অনুসরণ-অনুকরণের মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিহিত রয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি/১৩ মাঘ) সকালে মহানগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স) মাহফিল-২০২৫ উপলক্ষে মহানবী হযরত মোহাম্মদের (স) জীবনীর ওপর আলোচনা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বশির আহমদ, উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমদ ও ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী। মহানবীর (স) জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন, পুলিশ লাইনস জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শাহ নেওয়াজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স) মাহফিল-২০২৫ উদযাপন কমিটির আহবায়ক জ্যেষ্ঠ শিক্ষক নাজির উদ্দিন আহমদ ও জ্যেষ্ঠ সাংবাদিক এম আহমদ আলী।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি