জকিগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য বিএনপি নেতা প্রফেসর ফরিদ উদ্দিনের মতবিনিময়

  • আপডেট টাইম : January 26 2025, 16:14
  • 23 বার পঠিত
জকিগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য বিএনপি নেতা প্রফেসর ফরিদ উদ্দিনের মতবিনিময়

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি সমাজসেবী প্রফেসর এম ফরিদ উদ্দিন মতবিনিময় করেছেন।
রবিবার (২৬ জানুয়ারি/১২ মাঘ) বিকেল ৩টায় প্রেসক্লাব ভবনে জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহসভাপতি অধ্যক্ষ এম আব্দুল্লাহ আল মামুন।
মতবিনিময়কালে প্রবাসী বিএনপি নেতা প্রফেসর এম ফরিদ উদ্দিন সাংবাদিকতাকে মহান পেশা উল্লেখ করে বলেন, সাংবাদিকরা রাজনীতিবিদদের গঠনমূলক সমালোচনার মাধ্যমে জবাবদিহিতায় রাখেন।
তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা কৃষকদলের আহবায়ক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক হাসান আহমদ, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ, জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক মামুন রশীদ, পৌর বিএনপির যুগ্মসম্পাদক হেলাল আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালাম, পৌর বিএনপির সহসভাপতি আব্দুল আহাদ তোরা, মুনিম আহমদ, বিএনপি নেতা আব্দুল গফুর, ফয়জুল ইসলাম, ইসলাম উদ্দিন, সালেহ আহমদ, আব্দুস শহীদ চুনু, আব্দুল আহমদ মেম্বার, শামসুল ইসলাম, প্রবাসী বিএনপি নেতা কয়েছ আহমদ ও ছাত্রদল নেতা সুলতান আহমদ।
প্রফেসর এম ফরিদ উদ্দিন পরে জকিগঞ্জ ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ -সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় করেন।

এই ক্যাটাগরীর আরো খবর