নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব হবিগঞ্জ সদর উপজেলায় দিপু মিয়া হত্যা মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে।
উপজেলার কালনী গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ২২ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষে কাজী দিপু মিয়া নিহত হন। এ ব্যাপারে তার ভাই কাজী সজলু মিয়া বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল পরদিন আনুমানিক রাত দেড়টায় চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে এই ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কালনী গ্রামের হাবিবুর রহমান (৪০, পিতা আব্দুর রাজ্জাক), মো গাজিউর রহমান (৩০, পিতা আব্দুর রাজ্জাক), মো সালাউদ্দিন ওরফে সালেক মিয়া (৩২, পিতা গিয়াস উদ্দিন), মোহাম্মদ আলী ওরফে অলি উদ্দিন (৩৫, পিতা গিয়াস উদ্দিন), মো ইদু মিয়া (৫০, পিতা আছকির মিয়া) ও মো সিজিল মিয়া (৩৬, পিতা মৃত সওদাগর মিয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র তথ্য বিবরণী