সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ (র) থানা পুলিশের এক অভিযানে দুজন গ্রেফতার ও একটি ট্রাক আটক হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এসএমপির উপ-পুলিশ কমিশনারের (দক্ষিণ) সার্বিক দিক নির্দেশনায় ও শাহপরাণ (র) থানার অফিসার ইনচার্জ মো মনির হোসেনের তত্ত্বাবধানে শাহপরাণ (র) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নি) মো সানাউল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
এ সময় দাসপাড়া মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট স্থাপন করে পাথর বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ২৯৮ বস্তায় ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা মূল্যের ১৪ হাজার ৬০২ কেজি ভারতীয় চিনি সহ ট্রাক আটক এবং জাকির হোসেন (৩৭, পিতা মৃত আমির হোসেন, পানিছড়া, জৈন্তাপুর, সিলেট, বর্তমান ঠিকানা সবুজ/১৬, ব্রজনাথটিলা, সিলেট) ও মো জালালকে (৩২, পিতা মৃত দাইয়া পীর, খান চা বাগান, জৈন্তাপুর, সিলেট) গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মালামালের মালিক জৈন্তাপুর উপজেলার হরিপুরের মো জয় (৩৭) বলে জানান।
এ ঘটনার শাহপরাণ (র) থানায় মামলা রুজু হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তথ্য বিবরণী