অধিক ফলন পাওয়ায় নতুন জাতের ধান ব্রি-১০৩ চাষে আগ্রহী মাধবপুরের কৃষকরা

  • আপডেট টাইম : January 25 2025, 11:05
  • 13 বার পঠিত
অধিক ফলন পাওয়ায় নতুন জাতের ধান ব্রি-১০৩ চাষে আগ্রহী মাধবপুরের কৃষকরা

তন্দ্রা দেব রায়, মাধবপুর : আমন ব্রি-১০৩ ধান চাষ করে অধিক ফলন পাওয়ায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষকরা এই ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি বিভাগ থেকে এবার নতুন জাতের এই ধান প্রদর্শনী আকারে কৃষকদের দিয়ে চাষ করানো হয়। এতে উচ্চ ফলন হওয়ায় কৃষকদের মধ্যে সাড়া পড়েছে।
মাধবপুর উপজেলার চৌমোহনী ইউনিয়নের গোপীনাথপুর, হরিণখোলা ও কমলপুর গ্রামে ১৫ হেক্টর জমিতে প্রদর্শনী দেওয়া হয়। শতাধিক কৃষক এতে ব্রি-১০৩ জাতের ধানের চাষ করে অধিক ফলন পেয়েছেন । গোপীনাথপুর গ্রামে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন কৃষক প্রর্দশনী আকারে ব্রি-১০৩ জাতের ধান চাষ করেছেন।
কৃষক আব্দুল বাছির বদু মিয়া জানান, ব্রি-১০৩ জাতের ধান চাষ করে যেমন অধিক ফলন তেমনি চিকন ও ভালো মানের চাল পেয়েছেন।
ধানটি চাষ করার জন্য কৃষকদেরকে সরকারিভাবে প্রণোদনা দেওয়া হয়েছিলো। আগে যেখানে ব্রি-২২ ও ব্রি-৩২ জাতের ধান চাষ করা হতো সেখানে এবার ব্রি -১০৩ ধান চাষ করা হয়।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার জানান, ব্রি-১০৩ জাতের ধানটি এ বছর কৃষকদের মধ্যে প্রর্দশনী আকারে করার জন্য দেওয়া হয়। ধানটি উচ্চ ফলনশীল । কৃষকদের যেন অধিক লাভ হয় সে জন্য কৃষি অফিস থেকে সবরকম সেবা ও পরামর্শ দেওয়া হয়।
হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল অফিসার ও হেড ড হিরেন্দ্র নাথ বর্মন জানান, এই ধানের দানাগুলো লম্বা ও চিকন। ব্রি-১০৩ জাতের ধানের জীবনকাল হচ্ছে ১৮৮ দিন থেকে ১৩৩ দিন। তবে জমি ও জায়গা ভেদে একটু হেরফের হয়। প্রতি হেক্টরে ৬ টন থেকে সাড়ে ৬ টন ফলন মিলে। ভালো পরিচর্যা দিতে পালে প্রতি হেক্টরে ৮ টন পর্যন্ত ফলন পাওয়া যাবে।

এই ক্যাটাগরীর আরো খবর