নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা এলাকা থেকে ৩৪১ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজা সহ ১ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শনিবার (২৫ জানুয়ারি/১১ মাঘ) বিজয়নগর উপজেলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৩৪১ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আমতলি গ্রামের মোস্তাফা কামালের ছেলে মো আইয়ান ইসলাম রনিকে (২৫) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত সহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।