২ কোটি সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে ৪৮ বিজিবি

  • আপডেট টাইম : January 25 2025, 10:31
  • 12 বার পঠিত
২ কোটি সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে ৪৮ বিজিবি

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২ কোটি সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক করেছে।
শনিবার (২৫ জানুয়ারি/১১ মাঘ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, শ্রীপুর, সোনারহাট, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, কালাসাদেক, কারাইরাগ ও পাথরকোয়ারি বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় ২ কোটি ৭ লাখ ৫০ হাজার ৬২৫ টাকার ভারতীয় ডালিম, কমলা, চিনি, নিভিয়া সফট ক্রিম, রিং গার্ড, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, ক্লপ-জি ক্রিম, বেটনোভেট-সি ক্রিম, ফ্যাশন হার্বস গোল্ড ব্লিচ ক্রিম, সানগ্লাস, চকলেট, আইবল ক্যান্ডি, জিলেট ব্লেড, শীতের কম্বল, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর