নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দিনারপুর জনতারবাজারে দীর্ঘদিন ধরে ইজারা ছাড়া বসানো পশুরহাট অপসারণ করতে হবিগঞ্জ জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে।
সিলেট বিভাগের বড় পশুরহাটগুলোর একটি জনতারবাজারে। এখানে প্রতি সপ্তাহে শনি ও সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে পশু বেচাকেনা হয়। ঈদুল আজহায় দেশের বিভিন্ন এলাকা থেকে গরু-ছাগল নিয়ে আসেন বিক্রেতারা; কিন্তু মামলা সংক্রান্ত জটিলতায় ইজারা দিতে না পারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ‘হাসিল’ আদায় করা হচ্ছিল।
উপজেলা খাস আদায় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জনতারবাজার পশুরহাটে একটি স্থায়ী বুথ রয়েছে। তবে কোরবানির ঈদের সময় ৪টি অস্থায়ী বুথ বসিয়ে আদায় করা হতো ‘হাসিল’; কিন্তু রশিদ ছাড়া ‘হাসিল’ আদায়ের অভিযোগ রয়েছে।
জনতারবাজারে পশুরহাট বসানোয় মহাসড়কে যানজট সৃষ্টির ফলে জনদুর্ভোগ সৃষ্টিসহ সংশ্লিষ্টদের নানা অনিয়ম- দুর্নীতি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে ২২ জানুয়ারি বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ জনতার বাজার পশুরহাট অপসারণের নির্দেশ প্রাপ্তির বিষয়টিটি নিশ্চিত করেন। ইতোমধ্যে ৩১ জানুয়ারি মধ্যে পশুরহাট অপসারণের বিজ্ঞপ্তিযুক্ত নোটিশবোর্ড স্থাপন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সড়ক ও মহাসড়কে নিরাপদ, যানজটমুক্ত ও গতিশীল যান চলাচল নিশ্চিতকল্পে দিনারপুর জনতার বাজারটি (পশুরহাট) বর্তমানে পেরিফেরিভুক্ত নয়। পশুরহাট মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ জানান, অবৈধভাবে স্থাপিত জনতারবাজার পশুরহাট অপসারণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যদি আদেশ অমান্য করে কেউ পশুরহাট বসায় তাহলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবি : সংগৃহীত