বঙ্গবন্ধুর সিলেট সফর সংক্রান্ত তথ্য ও আলোকচিত্র আহ্বান

  • আপডেট টাইম : September 07 2021, 17:36
  • 206 বার পঠিত
বঙ্গবন্ধুর সিলেট সফর সংক্রান্ত তথ্য ও আলোকচিত্র আহ্বান

বিভাগীয় কমিশনার, সিলেটের কার্যালয় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সিলেট সফর এ সংক্রান্ত তথ্য-বিবরণ সম্বলিত একটি গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে।
এই গ্রন্থে থাকবে, সিলেট সফরকালে বঙ্গবন্ধুর ভাষণ, বক্তৃতা ও বিবৃতি, সিলেট অঞ্চলের অধিবাসীদের প্রতি বঙ্গবন্ধুর লেখা চিঠি, বঙ্গবন্ধুর সিলেট সফর ও অবস্থানকেন্দ্রিক পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ, বঙ্গবন্ধুর সিলেট সফরের বিবরণ, যাত্রাপথ, যাত্রাবিরতি ও সফরকেন্দ্রিক আলোকচিত্র, বঙ্গবন্ধুর সিলেট সফরকালীন স্মৃতিবিজড়িত স্থানের বিবরণ ও আলোকচিত্র, ‘স্মৃতিতে শেখ মুজিব’ শিরোনামে সিলেট সফরকালে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ সাহচর্যে এসেছেন, সিলেট বিভাগের এমন ব্যক্তিবর্গের স্মৃতিচারণ ও আলোকচিত্র এবং বঙ্গবন্ধুর সিলেট সফর সংশ্লিষ্ট অন্যান্য বিষয়।
এসব বিষয়ে কারো কাছে তথ্য-প্রমাণাদি থাকলে তা আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে হার্ড কপি সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বা generalsection304@gmail.com ইমেইল আইডিতে পাঠানোর জন্যে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর