শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপডেট টাইম : January 23 2025, 09:55
  • 15 বার পঠিত
শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিনশতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
‘আমার তুলিতে আমার দেশ’ শিরোনামের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগ ‘মনু’, ‘ধলাই’ ও ‘কুশিয়ারা’য় শিশু-কিশোররা রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলে শিশু-কিশোরদের জন্য জিয়া, স্বাধীনতার নানা বীরত্বগাঁথা ও গ্রাম বাংলার প্রতিচ্ছবি।
জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন। বিশেষ-অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক মোশারফ, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট বকশি জোবায়ের, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, মাহবুব ইজদানী ইমরান, অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, অ্যাডভোকেট নিয়ামুল হক, অ্যাডভোকেট নেপুর আলী ও অ্যাডভোকেট ইজাজুল ইসলাম তানভীর। এছাড়াও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধানি অতিথি জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, শহীদ জিয়া ও মুক্তিযুদ্ধের ইতিহাস আগামীর প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে তিনটি পুরস্কার ও অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও উপহার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ শেষে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর