জকিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদকরণ উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : January 21 2025, 13:20
  • 3 বার পঠিত
জকিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদকরণ উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি : ভোটার তালিকা হালনাগাদকরণ সুচারুরূপে সম্পন্নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (২১ জানুয়ারি/৭ মাঘ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ উপজেলা সমন্বয় কমিটির আহবায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সমন্বয় কমিটির সদস্য সচিব মো আলতাফ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার ও মহসিন মর্তুজা চৌধুরী এবং শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জকিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদকরণে নতুন ভোটারের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। যাচাই বাছাই শেষে ২৭ ফ্রেব্রæয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত ১০টি নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এদিকে প্রত্যেক ভোটারকে খসড়া কপি যাচাইবাচাই পূর্বক সঠিক আছে কিনা তা দেখে স্বাক্ষর করতে অনুরোধ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন।
এছাড়াও যারা ইতঃপূর্বে মৃত্যুবরণ করেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও যথাযথ তথ্য প্রদানের আহবান জানিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর