সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : January 20 2025, 15:23
  • 20 বার পঠিত
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সেনাবাহিনী ৮৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সময় তার নিকট থেকে নগদ ৪৫ হাজার ৭৫৫ টাকা, ৫টি ছুরি, ৫ সৌদি রিয়ালের ১টি নোট, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৫টি বাটন মোবাইল ফোন, ১৮টি গ্যাসলাইট ও ৩৫ পিস ফুয়েল পেপার জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জানুয়ারি/৬ পৌষ) বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় বানিয়াচং সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৮) উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর