পৌষ সংক্রান্তি উপলক্ষে নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

  • আপডেট টাইম : January 15 2025, 15:30
  • 3 বার পঠিত
পৌষ সংক্রান্তি উপলক্ষে নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আনন্দঘন পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে ২০০ বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে এ প্রতিযোগিতা ও প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের পৌষ সংক্রান্তি উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতা এবারও এলাকার এবং পাশ্র্ববর্তী জেলা-উপজেলার নারী-শিশু সহ সর্বস্তরের মানুষ উপভোগ করেন।
প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ৭টি ঘোড়া অংশ নেয়। দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চুনারুঘাট উপজেলার কাছম আলীর ঘোড়া ‘আর্মি সোনা’ ও ২য় স্থান লাভ করে আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া ’সোনার হৃদয়’।
পরে ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং ঘোড়দৌড় কমিটির সাধারণ সম্পাদক সাবেক ইউপি মেম্বার সামছু মিয়া, শাহ জাহান মিয়া ও ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী ওবায়দুল কাদের হেলাল, সাবেক ইউপি মেম্বার লন্ডন প্রবাসী আব্দুল লতিফ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মো আলমগীর মিয়া, কাজী নিক্সন আহমেদ, ইউপি মেম্বার আমির, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, কলেজ পরিচালনা কমিটির সভাপতি নিরূপম দেব, ইউপি মেম্বার মুকিত মিয়া, আজাদ মিয়া, দিলাওর হোসেন, জিতেশ সূত্রধর, রনজিত দেব, শংকর নন্দী, বিধান সূত্রধর, মোরশেদ মিয়া ও শুভ্র বণিক প্রমুখ।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিলো ১টি ২১ ইঞ্চি রঙিন এলিডি টেলিভশন, দ্বিতীয় পুরস্কার ছিলো ১টি সিলিং ফ্যান এবং তৃতীয় পুরস্কার ছিলো ১টি মোবাইল। সবমিলিয়ে ৭টি পুরস্কার প্রদান করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর