উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক ও মাদকদ্রব্য সহ নানারকম মালামাল জব্দ হয়েছে।
নিয়মিত টহলকালে ১৭ এফএনআইইউর গোয়েন্দা তথ্যের ক্যাপ্টেন আশিকুর রহমান শোভনের নেতৃত্বে ৬৪ ইবি বানিয়াচং আর্মি ক্যাম্প ক্যাম্পের আওতাধীন নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় মাদক ব্যবসায়ী শফিকুর রহমান ও রমাকান্ত গোপকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১০ জানুয়ারি/২৬ পৌষ) ভোররাতে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য, স্মার্ট ফোন, পাসপোর্ট, জালটাকা, মদের খালি বোতল ইত্যাদি জব্দ করা হয়।
শফিকুর রহমান (২৯) নবীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোসবীর রহমানের ছেলে অর রমাকান্ত গোপ (৩৫) মৌলভীবাজার সদর উপজেলার খলিরপুর গ্রামের মৃত রবীন্দ্র কুমার গোপের ছেলে। অভিযান শেষে দুজনকে উদ্ধারকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।