সিলেট থেকে ঢাকায় ফিরতে হলো আলোচিত নায়িকা নাসরিন আক্তার নিপুণকে

  • আপডেট টাইম : January 10 2025, 07:46
  • 5 বার পঠিত
সিলেট থেকে ঢাকায় ফিরতে হলো আলোচিত নায়িকা নাসরিন আক্তার নিপুণকে

বিশেষ প্রতিবেদক : আলোচিত চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণের বিদেশ যাওয়া হলো না। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফিরতে হলো তাকে। এর আগে তিনি ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদদের মুখোমুখি হন। এর পরিপ্রেক্ষিতে আটক বা গ্রেফতার না হলেও তার লন্ডন যাওয়া বাতিল হয়ে যায়।
শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ছিলেন নিপুণ। প্রভাব বিস্তার করেন চলচ্চিত্র জগতে। তার ওপর ক্ষমতাসীন দলের কারো কারো ছায়া ছিলো-এমন অভিযোগ রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তিনি দেশ ত্যাগ করেছেন বলে প্রচারণা ছিলো।
শুক্রবার (১০ জানুয়ারি/২৬ পৌষ) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। লন্ডন যাত্রী ছিলেন তিনি। তার পরনে ছিলো বোরকা। এরপরও নাসরিন আক্তার নিপুণ পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেননি।
সিলেট বিমানবন্দর থানার ওসি মো আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর