বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

No Image Available
  • আপডেট টাইম : January 08 2025, 15:02
  • 63 বার পঠিত
বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গরীব, দুস্থ, অসহায় ও বৃদ্ধ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
বিজিবির মানিবক কাজের অংশ হিসেবে বুধবার (৮ জানুয়ারি/২৪ পৌষ) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত কাকমারাছড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণকালে ৫৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল মানুষের কষ্টের কথা শুনেন।
তিনি বলেন, বিজিবি কেবল সীমান্তের নিরাপত্তা রক্ষায় কাজ করে না, মানুষের দুঃখ-কষ্ট লাঘবেও পাশে দাঁড়ায়।
প্রচণ্ড শীতে কাতর মানুষেরা শীতবস্ত্র পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলাকার জনপ্রতিনিধি সহ অন্যরাও বিজিবির এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর