কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ৪৮ বিজিবির মতবিনিময় ও কম্বল বিতরণ

  • আপডেট টাইম : January 08 2025, 10:01
  • 11 বার পঠিত
কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী এলাকায় ৪৮ বিজিবির মতবিনিময় ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।
কালাসাদেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সীমান্ত সংক্রান্ত অপরাধ ও অন্যান্য বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ, সার্কেল এএসপি, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় লে কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি সকলকে প্রচলিত আইন মেনে চলার, সৎ জীবনযাপন করার এবং দেশের স্বার্থে বিজিবি, প্রশাসন, পুলিশ ও অন‍্যান‍্য সংস্থাকে সহায়তা করার অনুরোধ জানান।
পরে সীমান্তবর্তী এলাকার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ৩০০ কম্বল বিতরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর