চুনারুঘাট সীমান্তে এক বাংলাদেশী নাগরিকের মরদেহ নিয়ে গেছে ভারতীয় পুলিশ

No Image Available
  • আপডেট টাইম : January 07 2025, 12:36
  • 53 বার পঠিত
চুনারুঘাট সীমান্তে এক বাংলাদেশী নাগরিকের মরদেহ নিয়ে গেছে ভারতীয় পুলিশ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় ভারতের অভ্যন্তরে থাকা জহুর আলী (৫০) নামের এক বাংলাদেশী নাগরিকের মরদেহ ভারতীয় পুলিশ নিয়ে গেছে।
ভারতের খোয়াই পুলিশ স্টেশনের পুলিশ মরদেহটি নিয়ে গিয়ে খোয়াই হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারণা, বিএসএফ জহুর আলীকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের গনকিপাড়ার মনসুব উল্লাহর ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম জানান, জহুর আলীর মরদেহ খোয়াই হাসপাতালে রাখা হয়েছে বলে তারা জেনেছেন। তবে কিভাবে তিনি মারা যান সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। মরদেহ আনার জন্য বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করতে হবে। পুলিশের এ ব্যাপারে কিছু করার নেই।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অপারেশন অফিসার আদম আলী জানান, এখনও তারা এ বিষয়ে বিস্তারিত জানতে পারেননি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেদিন রাতে জহুর আলী এক সঙ্গী সহ বাল্লার গুইবিল সীমান্তে যান। এ সময় বিএসএফ ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। তবে তার সঙ্গী পালিয়ে যান।

এই ক্যাটাগরীর আরো খবর