জুড়ীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ৫২ বিজিবির

  • আপডেট টাইম : January 07 2025, 09:42
  • 11 বার পঠিত
জুড়ীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ৫২ বিজিবির

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পক্ষ থেকে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) উপজেলার ফুলতলা ইউনিয়নের ডাকটিলা বিওপিতে এসব শীতবস্ত্র বিতরণ করেন, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লে কর্নেল মো মেহেদী হাসান পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক নূর হোসেন, ফুলতলা কোম্পানি কমান্ডার সুবেদার জসিম উদ্দিন, ডাকটিলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ, হাবিলদার রেজাউল করিম, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলাওয়ার হোসেন, সদস্য কামরান হোসেন, সুয়েবুর রহমান, ইউপি মেম্বার আব্দুল জলিল, মুরশেদ আহমদ রাজা প্রমুখ।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে কর্নেল মো মেহেদী হাসান পিপিএম জানান, বিজিবি যেকোনা দুর্যোগে জনগণের জন্য কাজ করে থাকে।

এই ক্যাটাগরীর আরো খবর