নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়নের অভিযানে প্রায ১ কোটি ১৯ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জানুয়ারি/২২ পৌষ) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, শ্রীপুর, সংগ্রাম, লবিয়া, নোয়াকোট, তামাবিল, বিছনাকান্দি, ডিবিরহাওর ও লাফার্জ বিওপি অভিযান পরিচালনা করে।
এ সময় ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ১০০ টাকার ভারতীয় চিনি, পোস্ত দানা, কেনু, মহিষ, গরু, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত ট্রলি ও প্রাইভেট কার আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়।