ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক না করলে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট

  • আপডেট টাইম : January 04 2025, 16:20
  • 18 বার পঠিত
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক না করলে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট

সৌরভ ইসলাম, লন্ডন, ইউকে : সিলেটের ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের দাবিতে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সহযোগিতায় ও গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটনের উদ্যাগে ২ জানুয়ারি লুটনের ওয়ালডেক রোডের একটি রেস্তোরাঁয় মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শফিক খুররম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ক্যাম্পেইন কমিটির আহ্বায়ক কমিউনিটি লিডার কে এম আবুতাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, যুগ্মআহ্বায়ক জামান আহমদ সিদ্দিকী, মাহবুবুর রহমান কোরেশী, মোহাম্মদ আজম আলী ও মাওলানা আব্দুল কুদ্দুছ, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব এবং অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক আনোয়ার হোসেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক খালেদ মাসুদ রনি, এস আই খান, শামীম আহমদ, কাউন্সিলার আজিজুল আম্বিয়া, সাংবাদিক সুয়েদ করিম, আব্দুল করিম জলিল, সাজ্জাদ আলী দিলওয়ার, আবু সায়ীদ জাহাঙ্গীর, মাওলানা শহীদ আহমদ, আতাউর রহমান মানিক, আব্দুল গনি, আখতার হোসেন, আব্দুল্লাহ মিয়া, সুহেল আহমদ, জাহেদ চৌধুরী, এমদাদ হোসেন পাভেল, সৈয়দ দিলওয়ার, মিয়া মোহাম্মদ জামিল ও ফজিলত আলী খান।
বক্তারা অবিলম্বে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, ওসমানী বিমানবন্দর থেকে কাতার, আরব আমিরাত ও সৌদি আরব সহ বিদেশী ফ্লাইট চালু, নো ভিসা ফি বাতিল এবং বাংলাদেশ হাই কমিশনে কনসুলার সেবা বৃদ্ধির দাবি জানানো হয়।
একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হয়, দাবি মানা না হলে আগামীতে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট কর্মসূচি পালন করা হবে।
এছাড়াও দাবির সমর্থনে ও বাস্তবায়নে ব্রিটেনের প্রতিটি শহরে সভা, সমাবেশ, আলতাব আলী পার্কে মানববন্ধন ও হাই কমিশন ঘেরাও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই ক্যাটাগরীর আরো খবর