চুনারুঘাটে হত্যা মামলার ২ পলাতক আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

  • আপডেট টাইম : December 30 2024, 13:10
  • 6 বার পঠিত
চুনারুঘাটে হত্যা মামলার ২ পলাতক আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম ২ পলাতক আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।
উপজেলার আমতলা গ্রামে মফিল মিয়া ও শান্ত মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে মামলা মোকদ্দমাও চলছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে স্থানীয় বাজার থেকে ফিরার পথে মফিল মিয়াকে একা পেয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনার তার ছেলে বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত জহুর আলী (৫০, পিতা মৃত সুন্দর আলী, মুছিকান্দি) ও শাহিন মিয়াকে (৩২, পিতা মৃত রবি মিয়া, আমতলা) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর