বিপুল উৎসাহ-উদ্দীপনায় ব্রিটেনের কার্ডিফ শহরে ওয়েলস আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) দুপুরে আয়োজিত আলোচনা সভায় ‘সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ মুক্ত, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ ঘোষণা করা হয়।
যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, ওয়েলস আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ও লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোসাদ্দেক আহমেদ, দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, সাবেক ছাত্রনেতা আব্দুল ওয়াহিদ বাবুল, যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, সিনিয়র সহসভাপতি আবুল কালাম মুমিন ও আব্দুর রুউফ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভার সভাপতির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সহ মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে বাংলাদেশের মহান বিজয় দিবস পলক্ষে যুক্তরাজ্য যুবলীগ ওয়েলস শাখার পক্ষ থেকে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আবুল কালাম মুমিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়েলস আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মকিস মনসুর। বিশেষ অতিথি ছিলেন, ওয়েলস আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আসাদ মিয়া, নিউপোট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকে নিউপোটের সভাপতি শেখ আব্দুর রউফ তালুকদার, সাধারণ সম্পাদক সিতাব আলী, সাবেক ছাত্রনেতা রাসেল আহমদ, ইমরান মিয়া, ওয়েলস ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ বদরুল হক মনসুর ও সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার শাওন। সংবাদ বিজ্ঞপ্তি