পদক্ষেপ বাংলাদেশ আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব-২০২৪ করেছে।
শনিবার (২৮ ডিসেম্বর/১৩ পৌষ) বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে কর্মসূচি ছিলো, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী। উদ্বোধক ছিলেন, শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন, কবি নাসির আহমেদ, সাংবাদিক কাজী রফিক, টুয়াক সভাপতি তোফায়েল আহমেদ, সংগীত পরিচালক জিয়া খান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ সেলিম কবির।
সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য, দলীয় আবৃত্তি, একক সঙ্গীত, একক আবৃত্তি ও একক নৃত্য।
এছাড়াও শিশু চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা এবং কবিকণ্ঠে ছড়া ও কবিতা পাঠের আয়োজন করা হয়।
দলীয় আবৃত্তি পরিবেশন করে, ঢাকা স্বরকল্পন ও শিল্পবৃত্ত। দলীয় সংগীত পরিবেশন করে, সুরনন্দন নজরুল সংগীত একাডেমি, শিল্পবৃত্ত ও পদক্ষেপ বাংলাদেশ। দলীয় নৃত্য পরিবেশন করে, গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা ও শিল্পবৃত্ত।
কবিকন্ঠে কবিতা ও আবৃত্তি পরিবেশন করেন, কবি রাসেল আশেকী, ফয়জুল্লাহ সাঈদ, সাজিদা খানম, অনিকেত রাজেশ, কচি সরকার, নিহার আহমেদ, সাইফুল বারী, আসমা অনু ও কুসুম তাহেরা। সংবাদ বিজ্ঞপ্তি