ভারতীয় খাসিয়ার গুলিতে অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশী নাগরিক নিহত

  • আপডেট টাইম : December 29 2024, 07:08
  • 11 বার পঠিত
ভারতীয় খাসিয়ার গুলিতে অবৈধভাবে ভারতে প্রবেশকারী বাংলাদেশী নাগরিক নিহত

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় খাসিয়ার গুলিতে সবুজ মিয়া (২২) নামের এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানায়, দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬১ হতে ভারতের আনুমানিক ৬২ মিটার অভ্যন্তরে সবুজ মিয়া নিহত হন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া সহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের এলাকায় প্রবেশ করেন। এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক গাঁদা বন্দুক দিয়ে ছররা গুলি ছুঁড়ে। এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হন এবং তার দেহ ভারতের অভ্যন্তরেই রয়ে যায়।
খবর পেয়ে বিজিবি টহলদল দ্রুত পিলারের নিকট গমন করে। তবে রাত পৌণে ১২টার দিকে সবুজ মিয়ার মরদেহ তার সঙ্গীরা দূরবর্তী জঙ্গল এলাকা দিয়ে বাংলাদেশে নিয়ে আসেন বলে তার পরিবার বিজিবি ও পুলিশকে অবগত করে।
এ বিষয়ে ৪৮ বিজিবি অধিনায়ক ভারতীয় ৪ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেন এবং জোরালো প্রতিবাদ জানান।
তিনি অপরাধীর বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নিতেও বলেন।

এই ক্যাটাগরীর আরো খবর