শুভ বড়দিন উপলক্ষে জুড়িতে গ্রাউকের উপহার হিসেবে কম্বল বিতরণ

  • আপডেট টাইম : December 27 2024, 13:29
  • 18 বার পঠিত
শুভ বড়দিন উপলক্ষে জুড়িতে গ্রাউকের উপহার হিসেবে কম্বল বিতরণ

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়িতে শুভ বড়দিন উপলক্ষে গ্রাম উন্নয়ন কার্যক্রম-গ্রাউকের পক্ষ থেকে উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের উত্তর কুচাইতল খাসিয়াপুঞ্জিতে এই উপহার বিতরণ করেন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
গ্রাউক চেয়ারম্যান অশোক রঞ্জন পালের সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো মুরশেদুল আলম ভূঁইয়া, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জুড়ী থানার ওসি তদন্ত মো জহিরুল হক, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ চন্দ্র দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মাইকেল নংরুম ও পিংকু দাশ, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ধনঞ্জয় দে, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় দে আশু, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কান্তি রায়, ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক, ছাত্রনেতা জুবের আহমদ ও উত্তর কুচাইতল খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) এসপারলেস পঃলং।

এই ক্যাটাগরীর আরো খবর