সুনামগঞ্জে শিল্পপণ্য বাণিজ্য মেলার অবকাঠামো তৈরি কাজের উদ্বোধন

  • আপডেট টাইম : December 25 2024, 15:50
  • 6 বার পঠিত
সুনামগঞ্জে শিল্পপণ্য বাণিজ্য মেলার অবকাঠামো তৈরি কাজের উদ্বোধন

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ শিল্পপণ্য বাণিজ্য মেলা-২০২৫ এর অবকাঠামো তৈরি কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর/১০ পৌষ) সকালে বাংলাদেশ বেনারসী মসলিন এন্ড জামদানী সোসাইটির উদ্যোগে এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের ষোলঘরে ক্রিকেট স্টেডিয়ামে অবকাঠামো তৈরি কাজের উদ্বোধন করেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সনজিৎ কুমার চন্দ, সদর মডেল থানার ওসি তদন্ত মনিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব ও বাংলাদেশ বেনারসী মসলিন এন্ড জামদানী সোসাইটির সভাপতি এম এ এ মহিন খান বাবলু।
এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহসভাপতি রওনক আহমদ বখত, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস প্রমুখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ জানুয়ারি থেকে সুনামগঞ্জ শিল্পপণ্য বাণিজ্য মেলা-২০২৫ শুরু হবে।

এই ক্যাটাগরীর আরো খবর