নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জ উপেজেলার পূর্ব ফুলসাইন্দ গ্রামের সুয়াই মিয়া (৭২) সম্পত্তি লোভী ছেলের হাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন।
বুধবার (২৫ ডিসেম্বর/১০ পৌষ) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পুত্র জসিম উদ্দিনের বিরুদ্ধে পিতা এ অভিযোগ করেন।
সুয়াই মিয়া জানান, তার তিন ছেলে ও চার মেয়ে। বড় ও মেজো ছেলে প্রবাসী। মেয়েদেরও বিয়ে হয়ে গেছে। তার স্ত্রী মারা গেছেন।
এ অবস্থায় ২০২০ সাল থেকে সুয়াই মিয়ার ছোট ছেলে জসিম উদ্দিন তাকে চাপ দিতে থাকে, যাতে তিনি পুরো সম্পত্তি তার নামে লিখে দেন। এতে তিনি রাজি না হওয়ায় ছেলে তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন।
এক পর্যায়ে গত ১৪ ডিসেম্বর রাত ৮টায় ছেলে জসিম উদ্দিন তাকে শারীরিক নির্যাতন করে একটি কক্ষে তালবদ্ধ করে সম্পত্তি সংশ্লিষ্ট সকল দলিলপত্র, এমনকি পাসপোর্ট পর্যন্ত নিয়ে যান। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় পরদিন নির্যাতিত পিতা গোলাপগঞ্জ মডেল থানায় জিডি করতে গেলে জিডি গ্রহণ করা হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। পরে তিনি ১৭ ডিসেম্বর সিলেট রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন।
একই দিন সন্ধ্যা ৭টার দিকে এলাকার কয়েকজনকে নিয়ে তিনি ছেলের নিকট থেকে দলিলপত্র ও পাসপোর্ট আনার জন্য গেলে আবারো তাকে মারধর করা হয়।
এ ঘটনায় ১৯ ডিসেম্বর তিনি সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আদালতে মামলা দায়ের করলে আদালত থেকে গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়া হয়।
সুয়াই মিয়া জানান, জসিম উদ্দিন আগে ছিলো এক আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় আর এখন এক যুবদল নেতার ছত্রছায়ায় থেকে বেপরোয়া হয়ে উঠছে।
সুয়াই মিয়া নিজের জানমাল রক্ষায় পুলিশ সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন।