নবীগঞ্জে মিশুকচালকের গলিত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : September 04 2021, 05:54
  • 188 বার পঠিত
নবীগঞ্জে মিশুকচালকের গলিত মরদেহ উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজ হওয়ার ৩ দিন পর মিশুক চালক আবিদুর রহমানের (১৫) গলিত মরদেহ উপজেলার সদর ইউনিয়নের সরিষপুরে মরা কুশিয়ার নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।
সে নবীগঞ্জ পৌরভার কানাইপুর এলাকার মুহিবুর রহমান পাতার মিয়ার ছেলে। তার পিতা জানান, মঙ্গলবার আবিদুর রহমান নিখোঁজ হয়। শুক্রবার সকালে তিনি জানতে পারেন, তার ছেলের মরদেহ গোজাখাইর সরিষপুরে মরা কুশিয়ারা নদীতে ভাসছে।
পাতা মিয়া তার ছেলের হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধারকালে উপস্থিত ছিলেন, এএসপি সার্কেল আবুল খায়ের, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, পিবিআই ইন্সপেক্টর শরিফ আহমদ, এসআই আবু সাঈদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাবেদুল আলম সাজু, ওয়ার্ড মেম্বর রজরুল ইসলাম ও সাংবাদিক অঞ্জন রায়।

এই ক্যাটাগরীর আরো খবর