জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসিয়াপুঞ্জিতে আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে প্রাক-বড়দিন উদযাপন ও বার্ষিক উপহার সামগ্রী-শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জুড়ী উপজেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের-এলডিএফ চেয়ারম্যান লাভলী সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্পের সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, প্রকল্প সমন্বয়কারী ডেন্টিনা মারলিয়া, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো নজরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, এলবিনটিলা খাসিয়াপুঞ্জির প্রধান (মন্ত্রী) এন্টনি পাটুয়াট, এলবিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহীন আহমদ, প্রকল্পের চেয়ারম্যান সুউইং আমলেনরং, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, ইউপি মেম্বার উত্তম গোস্বামী, এলবিনটিলা চা বাগানের পঞ্চায়েত সভাপতি হরগোবিন্দ গোস্বামী প্রমুখ।
প্রকল্পের ১৭৯ জন উপকারভোগীর মধ্যে বার্ষিক উপহার সামগ্রী-শীতবস্ত্র বিতরণ করা হয়।
পরে এলবিনটিলা খাসিয়া পুঞ্জির মেয়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথির বক্তৃতায় জুড়ী উপজেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, মেধাসম্পন্ন জাতি গঠনে শিশুর সঠিক বিকাশে সকলকে এগিয়ে আসতে হবে।