জুড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

  • আপডেট টাইম : December 19 2024, 09:15
  • 32 বার পঠিত
জুড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

সাইফুল ইসলাম সুমন, জুড়ী : মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রা শেষে জুড়ী উপজেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, কাতার প্রবাসী মো আবুল হাসান, পর্তুগাল প্রবাসী গোলাম জিলানী, কুয়েত প্রবাসী গোলাম রাব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা মো মাহমুদুল হাসান খান, তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আলমগীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো আব্দুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শামীমুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা নিখাত সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলা ও উপজেলা তথ্যআপা মিনতি দেবী।
আলোচনা সভায় বক্তারা কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করার উপর গুরুত্ব আরোপ করেন।

এই ক্যাটাগরীর আরো খবর