জকিগঞ্জ প্রতিনিধি : ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের প্রাথমিক স্তরের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রথমবার অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রাথমিক স্তরে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ১৬৩টি বিদ্যালয়ের ৯৪৩জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৫০ জন ছাত্র ও ৫৯৩ জন ছাত্রী। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগও প্রদান করা হয়।
এর আগে ১৫ ডিসেম্বর মাধ্যমিক স্তরে দুই উপজেলার ৬৯টি স্কুল ও মাদরাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১ হাজার ১৩৮ শিক্ষার্থী অংশ নেয়।
ফাহিম আল ইসহাক চৌধুরী ট্রাস্টের সচিব মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ জানান, প্রাথমিকভাবে ১০ কোটি টাকা স্থায়ী আমানতের মাধ্যেমে ট্রাস্টের কার্যক্রম শুরু হয়েছে।
এই ট্রাস্ট ১টি কলেজ ও একটি টেকনিক্যাল কলেজ স্থাপনে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফাহিম আল ইছহাক চৌধুরী জকিগঞ্জ-কানাইঘাটের শিক্ষার উন্নয়নের পাশপাশি গরীব-দুস্থ মানুষের আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন।