জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জুড়ী শিশু পার্ক শহীদ মিনার সংলগ্ন মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
পরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ মো মুরশেদুল আলম ভূঁইয়া ও ওসি-তদন্ত মো জহিরুল হক।
এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, জুড়ী প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, আনসার-ভিডিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, জুড়ী উপজেলা পরিষদ প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার। তিনি পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
পরে জুড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের বিজয় মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
দুপুরে উপজেলা পরিষদে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণও করা হয়। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও মসজিদে বিশেষ মোনাজাত ও মন্দিরে বিশেষ প্রার্থনার অনুষ্ঠিত হয়।