আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : December 16 2024, 15:24
  • 35 বার পঠিত
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

সিলেট মহানগরীর আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ বিদ্যালয় চত্বর সুসজ্জিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ। সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো জমির উদ্দিন। এছাড়া শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা উন্মোচন করেন, প্রধান অতিথি। এরপর উপস্থিত সবাই শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপভোগ করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবাইকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর