আজ মহান বিজয় দিবস-মুক্তিযুদ্ধে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের উৎসব

  • আপডেট টাইম : December 15 2024, 18:07
  • 23 বার পঠিত
আজ মহান বিজয় দিবস-মুক্তিযুদ্ধে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের উৎসব

নিজস্ব প্রতিবেদক : আজ মহান বিজয় দিবস-মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির গৌরবোজ্জ্বল বিজয়ের উৎসব। সারাদেশে আনন্দ আয়োজনে দিনটি উদযাপিত হবে।
বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের এ মরণপণ লড়াইয়ে একাত্তরের ষোলই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। পরাজয় বরণ করে শত্রু সেনারা। আর মৃত্যুকে তুচ্ছ করে রণাঙ্গনে ছুটে যাওয়া বীর মুক্তিযোদ্ধারা বিজয়ীর বেশে ঘরে ফিরেন।
পলাশী থেকে মুজিবনগর। প্রায় দুশো বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার রক্তপিচ্ছিল পথ চলা। ১৯৫২ থেকে যাত্রা শুরু চূড়ান্ত লক্ষ্য ধরে। এরপর ১৯৫৪, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ ও ১৯৭০ পেরিয়ে একাত্তরে। ঐতিহাসিক সাতই মার্চে বাঙালি পেলো কাঙ্ক্ষিত দিক নির্দেশনা, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম-এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। গর্জে উঠলো পুরো জাতি। শুরু হলো প্রস্তুতি। অন্যদিকে পাকিস্তানি সামরিক জান্তা গণহত্যায় মেতে উঠলো।
এমন পরিস্থিতে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন বাংলাদেশের স্বাধীনতা। এ ঐতিহাসিক ঘোষণার পরিপ্রেক্ষিতে স্বাধীনবাংলা বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধে ‘জেড ফোর্স’ অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তম জাতিকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেন।
অতঃপর রক্তসাগর পাড়ি দিয়ে স্বাধীনতার লালসূর্য ধরা দেয় একাত্তরের এই দিনে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে। তাই দিনটি বাঙালি জাতির ইতিহাসে বিজয় দিবস হিসেবে স্বর্ণাক্ষরে লেখা হয়ে যায়।
প্রতি বছরের মতো এবারও সারাদেশে মহান বিজয় দিবস নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে। তবে আকর্ষণীয় কুচ-কাওয়াজ থাকছে না।

এই ক্যাটাগরীর আরো খবর