শহীদ বুদ্ধিজীবী দিবস আজ || জাতি পরম শ্রদ্ধায় মেধাবী সন্তানদের স্মরণ করবে

  • আপডেট টাইম : December 13 2024, 18:12
  • 19 বার পঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ || জাতি পরম শ্রদ্ধায় মেধাবী সন্তানদের স্মরণ করবে

নিজস্ব প্রতিবেদক : আজ ১৪ ডিসেম্বর, শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শেষমুহূর্তে বিজয়ের মাত্র দুদিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামসদের সহযোগিতায় জাতির মেধাবী সন্তানদের হত্যা করে, যাতে স্বাধীন বাংলাদেশ মেধাশূন্য হয়ে যায়।
পঁচিশে মার্চের ভয়াল রাত থেকেই পাকিস্তানি হানাদার সেনারা সাধারণ বাঙালিদের সঙ্গে সঙ্গে বুদ্ধিজীবী হত্যা শুরু করে। তবে ১৪ ডিসেম্বর মরণ কামড় দেয়। জাতির অসংখ্য মেধাবী সন্তান সেদিন ঘাতকদের নৃশংসতায় প্রাণ হারান।
স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সাল থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে। এদিনে জাতি পরম শ্রদ্ধায় সেই মেধাবী সন্তানদের স্মরণ করে। এবারও করবে। এ লক্ষ্যে সিলেট সহ সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর