সিলেটে ‘ভাড়া নিব ডট কম’ অনলাইন ওয়েবসাইটের ৩য় বর্ষপূতি উদযাপিত

  • আপডেট টাইম : December 13 2024, 16:14
  • 31 বার পঠিত
সিলেটে ‘ভাড়া নিব ডট কম’ অনলাইন ওয়েবসাইটের ৩য় বর্ষপূতি উদযাপিত

সিলেটে ‘ভাড়া নিব ডট কম’ অনলাইন ওয়েবসাইটের ৩য় বর্ষপূতি উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১১ ডিসেম্বর) রাতে মহানগরীর আল হামরা শপিং সিটির নবম তলার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যলয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশাল ইউনির্ভাসিটির অধ্যাপক প্রণব কান্তি দেব, হেক্সাস এডুকেশনের ডাইরেক্টর, সিলেট জিন্দাবাজার হেক্সাসের সিইও, অপস্টেল আইটির চেয়ারম্যান সুলতান আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দি আইটি এইড ও অপস্টেল আইটির সিইও মাহফুজ রহমান তরফদার, ইয়ুথশপ ও সিলকেয়ার মালিক মারজান সাজ্জাদ, ব্র্যাক ব্যাংক সিলেট জোনের আঞ্চলিক প্রধান রেজাউল রহমান, সংস্কৃতিকর্মী আশরাফুল ইসলাম অনি, অপস্টেল আইটির চিফ অপারেটিং অফিসার হাবিবুর রহমান, দি আইটি এইডের আইটি অফিসার মারুফ আহমেদ পাপ্পু, ওমর মির্জা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর