খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহসভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড যেমন একজন ব্যক্তিকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে ঠিক তেমনি একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা একটা জাতিকে আত্মপ্রত্যয়ে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে। তাই উন্নতির প্রথম শর্ত হচ্ছে শিক্ষা; কিন্তু বাংলাদেশে শিক্ষা সবচেয়ে বেশি অবহেলিত হয়ে আছে।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর জালালাবাদ থানার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর/২৮ অগ্রহায়ণ) সকালে স্থানীয় টুকেরবাজারে সংগঠনের থানা সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে কর্মী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য, সিলেট মহানগরীর সভাপতি মিজানুর রহমান, খেলাফত মজলিসের জালালাবাদ থানা সভাপতি হাফিজ কামরুল ইসলাম, মহানগরের নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, সিলেট সদর উপজেলার সহসভাপতি আ খ ম লোকমান, শাবিপ্রবির শাখার পাঠাগার সম্পাদক রায়হান উদ্দিন ও ইসলামী ছাত্র মজলিস এমসি কলেজ শাখার সেক্রেটারি আহমদ সালমান।
থানা সেক্রেটারি জুনাইদ আসিফের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, থানার অফিস ও প্রকাশনা সম্পাদক সাঈদ ইব্রাহিম নাবিল, প্রশিক্ষণ সম্পাদক উমায়ের খান, ৩৮ নম্বর ওয়ার্ডের উবায়েদুর রহমান সাফওয়ান, শিবেরবাজার শাখার সভাপতি আশরাফুল ইসলাম, পিঠারগঞ্জ শাখার সভাপতি আলী আকবর প্রমুখ।
সমাবেশ শেষে এক দাওয়াতি মিছিল টুকেরবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সংবাদ বিজ্ঞপ্তি