জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ থানার নবাগত ওসি জহিরুল ইসলাম মুন্না শুক্রবার (১৩ ডিসেম্বর/২৮ অগ্রহায়ণ) সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
জকিগঞ্জ থানা কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সহসভাপতি রহমত আলী হেলালী, যুগ্মসম্পাদক এনামুল হক মুন্না, সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম মামুন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রিপন আহমদ, সদস্য আবু বক্কর মো ফয়ছল ও ওমর ফারুক।
এসময় জকিগঞ্জে জুয়া, মাদক, চোরাচালান ও চুরি বন্ধ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিক নেতৃবৃন্দ মতামত তুলে ধরেন।
নবাগত ওসি আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশি তৎপরতা বৃদ্ধির আশ্বাস দেওয়ার পাশাপাশি তিনি সংবাদকর্মী সহ সকল শ্রেণি পেশার মানুষদের সহযোগিতা কামনা করেন।