নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ আলোকিত ‘৯৫ ব্যাচের উদ্যেগে সংগঠনের সদস্য গণতোষ দাশের আকস্মিক মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজলা সদরের ওসমানী রোডে সার্কেল শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রে এ শোকসভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আবু হুরায়রা মামুনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সংগঠনের সহসভাপতি সাইফুর রহমান খান, মো রুবেল মিয়া, জাহাঙ্গীর বখত চৌধুরী, শামীম আহমদ, লোমেশ রঞ্জন দাশ, তোফায়েল আহমদ, কাঞ্চন বনিক, কামরুজ্জামান চৌধুরী, মো সরাজ মিয়া, আবদুল্লাহ আল মামুন, সুদীপ দাশ ও প্রয়াত গণতোষ দাশের ছোটভাই অসীম দাশ।
উল্লেখ্য, গণতোষ দাশ গত ২৩ নভেম্বর বাহুবল উপজেলার মিরপুরে এনজিও আশার কেন্দ্র ব্যবস্থাপক হিসাবে কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট মহানগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মুত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাই-বোন রেখে গেছেন।