দিরাইয়ে আলোচিত হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

  • আপডেট টাইম : December 12 2024, 15:32
  • 29 বার পঠিত
দিরাইয়ে আলোচিত হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের দিরাই উপজেলার আলোচিত হত্যা মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩, সুনামগঞ্জ যৌথভাবে বুধবার (১১ ডিসেম্বর) বিকেল পৌণে ৫টার সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় উল্লেখিত মামলার পলাতক আসামি আব্দুল কাদিরকে (৬০, পিতা মৃত সুবেদ আলী, মির্জাপুর, দিরাই, সুনামগঞ্জ) গ্রেফতার করা হয়।
একই দিন রাত পৌণে ৯টার দিকে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট অপর এক অভিযানে সিলেট মহানগরীর পশ্চিম পাঠানটুলা এলাকা থেকে মামলার আরেক পলাতক আসামি জাহাঙ্গীর চৌধুরীকে (৪৫, পিতা মতব্বির চৌধুরী মির্জাপুর, দিরাই, সুনামগঞ্জ) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর