নবীগঞ্জে পিকআপ ভ্যানে ডাকাতি || মালামাল লুট || চালককে অপহরণ || গ্রেফতার ১

  • আপডেট টাইম : December 12 2024, 02:53
  • 26 বার পঠিত
নবীগঞ্জে পিকআপ ভ্যানে ডাকাতি || মালামাল লুট || চালককে অপহরণ || গ্রেফতার ১

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় মালামাল ভর্তি একটি পিকআপ ভ্যানে ডাকাতি হয়েছে।
ডাকাতদল পিকআপ থেকে মুদি দোকানের জন্য ক্রয় করা মালামাল লুট ও চালককে অপহরণ করে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায় সোমবার (১০ ডিসেম্বর) রাতে সিলেট মহানগরীর কালীঘাট থেকে চুনারুঘাট বাজারের ব্যবসায়ী হাফেজ আহমদ আলীর দোকানের জন্য ক্রয়কৃত মসুরের ডাল, চিনি ও চিড়া সহ সর্বমোট ৩ লাখ ৭৯ হাজার টাকার মালামাল নিয়ে চুনারুঘাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন পিকআপ ভ্যান চালক মামুন মিয়া। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্রই পিকআপের গতিরোধ করে একটি প্রাইভেট কার। এসময় কার থেকে নেমে ৫-৬ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পিকআপ চালককে জিম্মি করে পিকআপটি ছিনিয়ে নিয়ে যায়।
জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে কলের মাধ্যমে খবরটি পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো কামাল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে টোল প্লাজার সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অভিযানে নামে। রাত সাড়ে ১২টার দিকে নবীগঞ্জ উপজেলার সদরঘাট বিজনা নদীর সেতুর উপর থেকে পিকআপ ভ্যান ও চালক মো মামুন মিয়াকে উদ্ধার করা হয়।
পরদিন পুলিশ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর গ্রামে সাবেক ইউপি মেম্বার মো জমির আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে ৩ লাখ ২৯ হাজার টাকার মালামাল উদ্ধার করে। এছাড়া রুস্তমপুর গ্রামের মৃত তাজুদ মিয়ার ছেলে আলী আহমদকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় হাফেজ আহমদ আলী বাদি হয়ে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার ওসি মো কামাল হোসেন জানান, এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এই ক্যাটাগরীর আরো খবর