সিলেটে ভ্যাট দিবস উপলক্ষে আলোচনা সভা || শুরু হয়েছে ভ্যাট সপ্তাহ-২০২৪

  • আপডেট টাইম : December 10 2024, 14:47
  • 17 বার পঠিত
সিলেটে ভ্যাট দিবস উপলক্ষে আলোচনা সভা || শুরু হয়েছে ভ্যাট সপ্তাহ-২০২৪

সিলেটে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে ‘ভ্যাট দিবস’ পালিত হয়েছে এবং ‘ভ্যাট সপ্তাহ-২০২৪’ শুরু হয়েছে।
ভ্যাট দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর/২৫ অগ্রহায়ণ) সকালে একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কর অঞ্চল, সিলেটের কর কমিশনার সৈয়দ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবী, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুর ইসলাম চৌধুরী (বিজিবিএম) ও দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়েজ হাসান ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের অতিরিক্ত কমিশনার-২ রেজভী আহম্মেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিরিক্ত কমিশনার-১ খন্দকার নাজমুল হক। সভাপতিত্ব করেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মো তাসনিমুর রহমান।
প্রধান অতিথি বলেন, প্রতিবছর জাতীয় রাজস্ব বোর্ড রাষ্ট্রকে যে পরিমাণ রাজস্ব যোগান দেয় তার বেশিরভাগই ভ্যাট হতে আসে। ভ্যাটের প্রবৃদ্ধি একটি দেশের উত্তরোত্তর অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত বহন করে।
সভাপতি তার বক্তব্যে বাংলাদেশে ভ্যাট ব্যবস্থাপনায় অটোমেশনের উপর গুরুত্ব আরোপ করেন।
একই দিন থেকে ভ্যাট সপ্তাহ-২০২৪ শুরু হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর