নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রশিক্ষণকালীন যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর/২৫ অগ্রহায়ণ) সকালে এসএমপি পুলিশ লাইন্স মাঠে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো রেজাউল করিম, পিপিএম-সেবা, সিলেট রেঞ্জের ডিআইজি মো মুশফেকুর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার মো মাহবুবুর রহমান ও এন্টি টেরোরিজম ইউনিটের পরামর্শক আমেরিকান দূতাবাসের প্রতিনিধি লিওনেল পল বেনোইট সহ এসএমপির অন্যান্য উর্ধতন কর্মকর্তা।
মহড়া শেষে পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিকে সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যক্রম ও বিভিন্ন ইকুইপমেন্ট সম্পর্কে অবহিত করা হয়।
পুলিশ কমিশনার জানান, অত্যাধুনিক প্রযুক্তি ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠা সিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিট সিলেট মেট্রোপলিটন এলাকা এবং প্রয়োজন মোতাবেক সিলেট বিভাগে কার্যক্রম পরিচালনা করবে। সূত্র তথ্য বিবরণী