জুড়ীতে নানা কর্মসূচিতে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

  • আপডেট টাইম : December 10 2024, 08:16
  • 10 বার পঠিত
জুড়ীতে নানা কর্মসূচিতে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

জুড়ী থেকে সংবাদদাতা : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ এই স্লোগানে মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনর করা হয়।
পরে করা হয় মানববন্ধন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথে উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো তাজুল ইসলাম (তারা মিয়া স্যার), থানার অফিসার ইনচার্জ মো মুরশেদুল আলম ভূঁইয়া, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, তৈবুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো লিয়াকত আলী, আব্দুল কাইয়ুম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সদস্য হারিস মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আলমগীর হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর