নিজস্ব প্রতিবেদক : সিলেট কোতয়ালি মডেল থানা পুলিশ ১২০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে।
সিলেট মহানগর পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সোমবার (৯ ডিসেম্বর/২৪ অগ্রহায়ণ) রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি) মো ইবাদুল্লাহ ফোর্স সহ বন্দরবাজার হকার্স পয়েন্ট এলাকা থেকে সমর সূত্রধর (৩৫, পিতা বারিন্দ্র সূত্রধর, কাদিপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, বর্তমান ঠিাকান আলমপুর, বাবলা মিয়ার কলোনি, সিলেট) নামে একজনকে এই ইয়াবা সহ আটক করেন।
এ ব্যাপারে কোতয়ালি মডেল থানায় মামলা দয়ের হয়েছে।