ভারতীয় আগ্রাসন ও হাইকমিশনে হামলার প্রতিবাদে জকিগঞ্জে মিছিল ও সমাবেশ

  • আপডেট টাইম : December 05 2024, 16:06
  • 14 বার পঠিত
ভারতীয় আগ্রাসন ও হাইকমিশনে হামলার প্রতিবাদে জকিগঞ্জে মিছিল ও সমাবেশ

জকিগঞ্জ প্রতিনিধি : ভারতীয় আগ্রাসন ও ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে সিলেটের জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর/২০ অগ্রহায়ণ) বিকালে জকিগঞ্জ ডাকবাংলো থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এম এ হক চত্বরে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুবদলের আহবায়ক মাসুক আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক সদস্য রিপন আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, অন্যতম নেতা হিফজুর রহমান, পৌর বিএনপি নেতা শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, শ্রমিক দলের আহবায়ক মঞ্জুর আহমদ, পৌর যুবদলের যুগ্মআহবায়ক মাজেদ আহমদ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম চৌধুরী।
বক্তারা বলেন, শেখ হাসিনার পতনে ভারত নারাজ। তাই সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর